Posts

zahids

Image
উত্সব রঙিন তাই ভালো লাগে ধর্ম ; কর্ম ই ধর্ম তাই খুঁজে ফিরি কর্ম ; ইমানে খাটো হলে , খুঁজে ফেরে বর্ম ; ধর্মের ধুয়া তোলে এই তার কর্ম। .. ..ভৈরব সাধু

coachroach

Image
ভন্ডরা বেশ্যালয় গুলি তুলে দিয়ে বেশ্যাদের বেকার করেছে ; নীজেরা বেশ্যালয়ের অভাবে যত্র তত্র রেপ ধর্ষণ করছে ! মদের দোকান বন্ধ করে ঘরে ঘরে ইয়াবার কারবারি দিনে ঘুষ রাতে ইবাদত ইহার নাম জামাতি ! নব জীবন পেয়ে আলেয়ার প্রেমিকরা প্রজেক্টের টাকায় আরশোলার রাস্তায় ! এতো এতো পোস্টার  ছেপে শুধু বাবার নামটা বাদ রেখেছে ! কৈ যাই ; পিতার সিটে পুত্র দাঁড়াবে পিতা পাল্লা পুত্র নৌকা সামলাবে ! এই কথা বললে তোমায় সবাই পাগল বলবে ; নাকি ভয়ে পালাবে ! সাধু কয় ডাব খারাপ কি ছিল নারকেল থেকে ? ডাব নরম নারকেল ঝুনা , ডাব থেকে প্রফেশনের বারোটা বাজিয়ে আরশোলা নির্বাচন করবে !.............ভৈরব সাধু

Ojontailora

Image
ভেবেছিলাম আমি লিখবো আগে ; তা হলো না ! কলকাতা থেকে তসলিমা লিখেছে আগে ; মানতেই হবে সে আমার অগ্রজ তাই ওই অনুষ্ঠানের পজেটিভ দিকগুলি তাঁর চোঁখে আগে পড়েছে ! আমি লিখি তাঁদের নিয়ে যাঁরা ওই অনুষ্ঠানের প্রযোজক পরিবেশক বিজ্ঞাপন নির্মাতা তাঁদের নিয়ে ; যারা কেবল ই টাকার জন্যে ওই কাজ করেছে মাহফুজ সাহেবের মত ভালোবেসে করেননি ! মাহফুজ সাহেব আমার দেখা শ্রেষ্ঠ প্রেমিকদের একজন ; যিনি ভালোবাসার জন্যে গান শিখেছেন তাজমহল বানাননি ! ইট পাথরের দালান ভালোবাসার কাছে তুচ্ছ আর কেও না জানলেও জানতেন নজরুল ; জানতেন জীবনানন্দ আর জানতেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ! তাই ওঁরা কবি আর আমরা কেবলই চাটুকার !.........ভৈরব সাধু
Image
ভৈরবের ঈদ এখনো ঝঞ্জা বিক্ষুব্ধ বৃষ্টি বিঘ্নিত ! তবুও ঈদ বলে কথা ; একেবারে চুপ থাকলে খুব খারাপ দেখায় ! বহু শুভকামনা বহু শুভেচ্ছা প্রাপ্তির জবাবে ;  সবাইকে এই স্ট্যাটাসের মাধ্যমে ঈদের ভালোবাসা ! ........ভৈরব সাধু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ১০টি ভাষণ ও গানের ভিডি...

Image

royalbengal

Image
একটা বিষয় খেয়াল করেছিস ভৈরব ; বঙ্গবন্ধুর মিছিল মিটিং এ আজকের সাহেব সুমোরদের কাওকে তেমন দেখা যায় নাই ; বলে গুরু গলায় খাকারি দিয়ে :  এত দিন অনেকেই বলেছে তাঁরা মুক্তিযুদ্ধ করেছে কৈ ডকুমেন্টারী গুলোতে কেবল দেখি কৃষক শ্রমিক নেংটি পড়া মানুষ গুলো মাল কোঁচা দিয়ে রাইফেল হাতে যুদ্ধ করছে ! সাহেবরা সুশীলরা যুদ্ধ করে থাকলে ছবি গুলোতে তাঁদের নিশানা নাই কেন ? কোনো উত্তর করেনা ভৈরব মনে মনে মিলায় ! আমাদের মুক্তিযুদ্ধ করেছে কৃষক শ্রমিক ছাত্র জনতা আর সঙ্গী ছিল ভারতীয় মিত্রবাহিনী ! আজ এই উভয় গ্রূপ ই অচ্ছুৎ ! কৃষক ভ্যান চালক হয়েছে ; শ্রমিক পরিবহন শ্রমিক হয়েছে আর সাধারণ আম জনতা পাবলিক হয়েছে কারোই কোনো দাম নেই ; ভারতীয় সন্যরা হয়েপড়েছে শত্রু ! বঙ্গবন্ধুর রয়েছে কেবল ছবি ; তাঁর মূলনীতি বাকশাল বাক্সবন্দী হয়ে মাচায় তুলেছে ! পঁচাত্তর পড়ে যাঁরা জামাতে যোগ দিয়ে এম পি হয়েছিল তাঁদের একজনকে চিনি আমাদের রাজবাড়ীর আসজাদ সাহেব ; রঙ পাল্টাতে সময় নেয় নাই মোটেই ! আল্লাহ না করুন ; আবার যদি তেমন কিছু হয় ডাবের মত নারকেল খুঁজে পাওয়া যাবে না এ কথা নিশ্চিত ! ওই ডাক্তারের ছেলে মেয়েরাই আজ নাচানাচি করছ

poltitube.om

Image
তুমিও পারোনি গুরু তুমিও পারোনি ; আমিও না ! তুমি হাতিয়ার নিয়ে সাময়িক জয়ী ! গিটার হাতে বাকি জীবন রেল লাইনের ধারে ! আমি আজ ও বেঁচে আছি আজ ও ; এই যা ভরসা ! শ্বাস আছে , তাই আছে আশা ; সংশপ্তক আশা ছাড়েনা মৃত্যু পর্যন্ত লড়ে যায় ! আমার আমৃত্যু সাধনা যোদ্ধা পরাজয় মানেনা আমিও না !.............ভৈরব সাধু ( আজম খাঁন স্মরণে )