Posts

Showing posts from February, 2017
Image
ভৈরবের শ্রদ্ধা এবার নিজস্ব আশ্রমে
ডাক্তারা ভালো প্রশাসক না ; অনেকেই কথাটা বলতে চেয়ে শেষ পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগটি একই মন্ত্রণালয় অধীন থাকা অবস্থায় ডাক্তার প্রশাসক বদলিয়ে কি বেশি অর্জ্যন করলো ব্যাপারটা ভৈরবকে চিন্তায় ফেলেছে ! তাই গবেষক সাধু গবেষণা শুরু করেছে ; কারণ তার ডাক্তার নন ডাক্তার ক্যাডার নন ক্যাডার এনজিও ও ব্যাক্তি খাত সকল প্রশাসকের অধীনে চাকুরীর অভিজ্ঞতা হয়েছে !......     .😊😊..ভৈরব সাধু

living in padma velly: কবি হতে ইচ্ছে করে ?আমার মোটেই ইচ্ছে করেনাযা আমার...

living in padma velly: কবি হতে ইচ্ছে করে ? আমার মোটেই ইচ্ছে করেনা যা আমার... : কবি হতে ইচ্ছে করে ? আমার মোটেই ইচ্ছে করেনা যা আমার ইচ্ছে করেনা তাই আমার করতে হলো জীবন ভর ! এই যেমন কবিতা লেখা কবিতা পড়া কোনোটাই আমার ভাল...
Image
কবি হতে ইচ্ছে করে ? আমার মোটেই ইচ্ছে করেনা যা আমার ইচ্ছে করেনা তাই আমার করতে হলো জীবন ভর ! এই যেমন কবিতা লেখা কবিতা পড়া কোনোটাই আমার ভালোলাগেনা কেবল জীবনানন্দ ছাড়া ! কবিতা গল্প উপন্যাস কোনোটাই মানুষ খুব একটা পড়েনা আজকাল ! কেবল ভাব দেখায় সে পড়ে কিবা পড়তো পড়বে ! মিথ্যে কথা ; যেমন দেখ কেও কি মানুষকে ভালোবাসে ? তোর কি মনে হয় ? ভালোবাসে মানুষ নিজ নিজ ধর্মকে ? ধর্মকে ভালোবাসলে কর্ম করতো ; কৈ কাওকে তো কর্ম করতে দেখিনা ! মানুষ দম্ভ করে আর লোক ঠকায় ঠান্ডা মাথায় ! বিশ্বাস না হয় একটু ভালোকরে লক্ষ্য কর ঘর সংসার আত্বীয় পরিজন বন্ধু বান্ধব পাড়াপ্রতিবেশী তারপর নেতা উপনেতা পাতিনেতা সবাইকে দেখ ! তবু সবাই কবি সাহিত্যিক গল্পকার হতে চায় ; চায় যশ খ্যাতি ! ইচ্ছে করলে কবি হওয়া যায় ? হওয়া যায় ; আজকাল সব হওয়া যায় কেবল সত্য বলা সত্য করা যায় না ! কি মিথ্যে বললাম ; হতেও পারে ! লেখকের সে স্বাধীনতা থাকে যদি না দাও তো ভিন্ন কথা !