ডাক্তারা ভালো প্রশাসক না ; অনেকেই কথাটা বলতে চেয়ে শেষ পর্যন্ত পরিবার পরিকল্পনা বিভাগটি একই মন্ত্রণালয় অধীন থাকা অবস্থায় ডাক্তার প্রশাসক বদলিয়ে কি বেশি অর্জ্যন করলো ব্যাপারটা ভৈরবকে চিন্তায় ফেলেছে ! তাই গবেষক সাধু গবেষণা শুরু করেছে ; কারণ তার ডাক্তার নন ডাক্তার ক্যাডার নন ক্যাডার এনজিও ও ব্যাক্তি খাত সকল প্রশাসকের অধীনে চাকুরীর অভিজ্ঞতা হয়েছে !...... .😊😊..ভৈরব সাধু
Popular posts from this blog
Ojontailora
ভেবেছিলাম আমি লিখবো আগে ; তা হলো না ! কলকাতা থেকে তসলিমা লিখেছে আগে ; মানতেই হবে সে আমার অগ্রজ তাই ওই অনুষ্ঠানের পজেটিভ দিকগুলি তাঁর চোঁখে আগে পড়েছে ! আমি লিখি তাঁদের নিয়ে যাঁরা ওই অনুষ্ঠানের প্রযোজক পরিবেশক বিজ্ঞাপন নির্মাতা তাঁদের নিয়ে ; যারা কেবল ই টাকার জন্যে ওই কাজ করেছে মাহফুজ সাহেবের মত ভালোবেসে করেননি ! মাহফুজ সাহেব আমার দেখা শ্রেষ্ঠ প্রেমিকদের একজন ; যিনি ভালোবাসার জন্যে গান শিখেছেন তাজমহল বানাননি ! ইট পাথরের দালান ভালোবাসার কাছে তুচ্ছ আর কেও না জানলেও জানতেন নজরুল ; জানতেন জীবনানন্দ আর জানতেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ! তাই ওঁরা কবি আর আমরা কেবলই চাটুকার !.........ভৈরব সাধু
Comments
Post a Comment