কবি হতে ইচ্ছে করে ?
আমার মোটেই ইচ্ছে করেনা
যা আমার ইচ্ছে করেনা তাই আমার করতে হলো জীবন ভর ! এই যেমন কবিতা লেখা কবিতা পড়া কোনোটাই আমার ভালোলাগেনা কেবল জীবনানন্দ ছাড়া !

কবিতা গল্প উপন্যাস কোনোটাই মানুষ খুব একটা পড়েনা আজকাল ! কেবল ভাব দেখায় সে পড়ে কিবা পড়তো পড়বে !

মিথ্যে কথা ; যেমন দেখ কেও কি মানুষকে ভালোবাসে ? তোর কি মনে হয় ? ভালোবাসে মানুষ নিজ নিজ ধর্মকে ?

ধর্মকে ভালোবাসলে কর্ম করতো ; কৈ কাওকে তো কর্ম করতে দেখিনা ! মানুষ দম্ভ করে আর লোক ঠকায় ঠান্ডা মাথায় ! বিশ্বাস না হয় একটু ভালোকরে লক্ষ্য কর ঘর সংসার আত্বীয় পরিজন বন্ধু বান্ধব পাড়াপ্রতিবেশী তারপর নেতা উপনেতা পাতিনেতা সবাইকে দেখ !

তবু সবাই কবি সাহিত্যিক গল্পকার হতে চায় ; চায় যশ খ্যাতি ! ইচ্ছে করলে কবি হওয়া যায় ? হওয়া যায় ; আজকাল সব হওয়া যায় কেবল সত্য বলা সত্য করা যায় না ! কি মিথ্যে বললাম ; হতেও পারে ! লেখকের সে স্বাধীনতা থাকে যদি না দাও তো ভিন্ন কথা !

Comments

Popular posts from this blog

zahids

royalbengal

Ojontailora