Ojontailora
ভেবেছিলাম আমি লিখবো আগে ; তা হলো না ! কলকাতা থেকে তসলিমা লিখেছে আগে ; মানতেই হবে সে আমার অগ্রজ তাই ওই অনুষ্ঠানের পজেটিভ দিকগুলি তাঁর চোঁখে আগে পড়েছে ! আমি লিখি তাঁদের নিয়ে যাঁরা ওই অনুষ্ঠানের প্রযোজক পরিবেশক বিজ্ঞাপন নির্মাতা তাঁদের নিয়ে ; যারা কেবল ই টাকার জন্যে ওই কাজ করেছে মাহফুজ সাহেবের মত ভালোবেসে করেননি ! মাহফুজ সাহেব আমার দেখা শ্রেষ্ঠ প্রেমিকদের একজন ; যিনি ভালোবাসার জন্যে গান শিখেছেন তাজমহল বানাননি ! ইট পাথরের দালান ভালোবাসার কাছে তুচ্ছ আর কেও না জানলেও জানতেন নজরুল ; জানতেন জীবনানন্দ আর জানতেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ! তাই ওঁরা কবি আর আমরা কেবলই চাটুকার !.........ভৈরব সাধু
thank you all too
ReplyDeletethanks everybody who follow me !
ReplyDeleteBlack & White arena of joljonglardesh
ReplyDeleteঅনু অতি অব ক্ষুদ্র তাই দেয় প্রেরণা ; তা একটু একটু উবে গবে হবে ; এসো না করি গবেষণা !
ReplyDeleteছাগলের তিন নম্বর বাচ্চা নাকো ; আমরা অপরূপ অজন্তা ; গুহা নয় কেবল ! একেবারে আস্ত কাবুলিওয়ালা ! থু ওয়াক থু আর না আর না !
ভুত বাইরে থাকলে সমস্যা কম ; সর্ষেতে থাকলে বিপদ তৈলেউ তাই ভূ ত থাকে বেশী ! সর্ষের ভূত তাড়ানো জরুরি !
ReplyDelete