Popular posts from this blog
Ojontailora
ভেবেছিলাম আমি লিখবো আগে ; তা হলো না ! কলকাতা থেকে তসলিমা লিখেছে আগে ; মানতেই হবে সে আমার অগ্রজ তাই ওই অনুষ্ঠানের পজেটিভ দিকগুলি তাঁর চোঁখে আগে পড়েছে ! আমি লিখি তাঁদের নিয়ে যাঁরা ওই অনুষ্ঠানের প্রযোজক পরিবেশক বিজ্ঞাপন নির্মাতা তাঁদের নিয়ে ; যারা কেবল ই টাকার জন্যে ওই কাজ করেছে মাহফুজ সাহেবের মত ভালোবেসে করেননি ! মাহফুজ সাহেব আমার দেখা শ্রেষ্ঠ প্রেমিকদের একজন ; যিনি ভালোবাসার জন্যে গান শিখেছেন তাজমহল বানাননি ! ইট পাথরের দালান ভালোবাসার কাছে তুচ্ছ আর কেও না জানলেও জানতেন নজরুল ; জানতেন জীবনানন্দ আর জানতেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ! তাই ওঁরা কবি আর আমরা কেবলই চাটুকার !.........ভৈরব সাধু
বীর বন্দনা
ReplyDeleteআমরা নতুন না বীরবন্দনায় আমরা নতুন না
বীরপ্রসূ নাম নতুন না আমরা তাই করি বীর বন্দনা !
সব প্রশ্নের উত্তর ব্যাখ্যা মূলক ইলাবোরেটেড করুন , হা না প্রশ্নের স্টাইল চেঞ্জ করুন ! যাকে বলে রচনামূলক উত্তর , এমনকি অঙ্ক ও তেমন প্রশ্ন করুন ! তখন প্রশ্ন আউট হলেও উত্তরের পার্থক্য থাকবে ! প্রশ্নপত্র ফাঁস তাহলে এম্নিতেই বন্ধ হয়ে যাবে , সংশ্লিষ্টরা ভেবে দেখতে পারেন !..........ডাক্তার জাহিদ
Delete